খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : মাত্র ১৬ বছর বয়স থেকে এখনও পর্যন্ত তিনশোরও বেশি মানুষের সাথে সেক্স করেছেন তিনি। শুধু তাই নয়, দিনে পাঁচ বার সেক্স করতে পারেন, তা-ও আবার ৫ ঘণ্টা করে। এমনই দাবি লন্ডনের বাসিন্দা ‘নেসা জে’ নামে এক যুবতীর।
তিনি সেক্স টয় পরীক্ষা করার কাজ করেন। এই পেশাও অনেকাংশে তাঁর সেক্সের ইচ্ছা পুরো করে থাকে। জানা গেছে, নেসা সেক্স অ্যাডিকশনের শিকার। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
নেসা জানিয়েছেন, ১৬ বছর বয়সে সে প্রথম সেক্স করেন। এর পর থেকেই তিনি সেক্সের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েন। বেশ কয়েকবার তিনি সুপার মার্কেটের মতো জায়গায় ঘোরাফেরা করার সময়ে অচেনা লোকদের সঙ্গে বন্ধুত্ব করে তাঁদের বাড়ি আসার আমন্ত্রণ জানাতেন।
নেসার এও দাবি, তিনি এক দিনে লাগাতার ৫ ঘণ্টা সেক্স করে যেতে পারেন। এই অভ্যাসকে চিকিৎসাক্ষেত্রে হাইপারসেক্সুয়াল বলা হয়।
নেসা জানায় যে, সেক্স না-করলে তিনি রেগে যান। এমনকি সেক্স পার্টনার নির্বাচনের আগে, তিনি তাঁদের সঙ্গে কথা বলে জেনে নেন, যে তাঁরা তাঁর ক্ষতি করবে কী না? সে জানায়, ‘আমি যদি মনে করি যে সব ঠিক আছে, তাহলে তাঁকে নিয়ে আমার বাড়ি যাই।’
শুধুই পুরুষ নয়। মহিলা বা কম বয়সিদের সঙ্গে সেক্স করতেও তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন নেসা।