খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার দুপুরে আসামিপক্ষের শুনানি শুরুর কিছুক্ষণ পরই তা মুলতবি করেন।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন—নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে আসামিপক্ষের নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ৯ সেপ্টেম্বর নিজামীর প্রথম দিনের আপিল শুনানি শেষে মুলতবি করেছিলেন সুপ্রীম কোর্ট।
মোট ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন মতিউর রহমান নিজামী।