Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ndp 1খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫:   ১৭ নভেম্বর দুপুরে এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসনাীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এনডিপির প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আলম হোসেন, সদস্য জাহিদুল ইসলাম রাজনসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকার মওলানা ভাসানীকে বারবার অবজ্ঞা করছে। গণতন্ত্র রক্ষায় ভাসানীকে অনুসরণ করতে হবে। তার মত খামোশ বলা নেতার এখন খুবই প্রয়োজন। চেতনার বাতিঘর মওলানা ভাসানীকে অস্বীকার করে বাংলাদেশের কোন ইতিহাস রচনা করা যাবে না। নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর গোটা জাতিকে এতিম করে তিনি না ফেরার দেশে চলে যান। আজীবন আপোসহীন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহানায়ক, উপমহাদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের কন্ঠস্বর মওলানা ভাসানী মানবাধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাই জাতির এই গভীর সংকটে তার কথা ও চেতনা বারবার মনে পড়ছে। ৯৬ বছর বয়সেও তিনি ঐতিহাসিক ফারাক্কার লং মার্চের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করতে বয়স কোন বাধা নয়। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।