Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বর্তমান ‘গণতন্ত্রহীন অবস্থা’ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে ঠেলে দেবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা হাফিজ আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়ে তিনি নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান।
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ বলেন,“বর্তমান সরকার যদি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সুযোগ না দেয়, জনগণের মৌলিক অধিকার প্রয়োগ করার যদি সুযোগ না দেয়, তাহলে এদেশ অচিরেই সত্যি সত্যি একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।”
৫ জানুয়ারির নির্বাচনবয়কটের পর বিএনপি বলে আসছে, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, আওয়ামী লীগ একদলীয় শাসন চালাচ্ছে।
অন্যদিকে বাংলাদেশে জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতার জন্য বিএনপি জোটকেই দায়ী করছেন আওয়ামী লীগ নেতারা।
হাফিজ বলেন, “বাংলাদেশের শতকরা ৮০ জন মানুষ বিএনপি ও বেগম খালেদা জিয়ার সমর্থনে রয়েছে। তাদের এই সমর্থনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায়, জনগণের ক্ষমতায়, জনগণের সেবায় রূপান্তরিত করা না যায়, তাহলে সত্যি সত্যি আজকে সিরিয়ায়, লিবিয়ায়, ইয়েমেনে, ইরাকে, ইরানে যে ধরনের পরিস্থিতি হয়েছে, এই শেখ হাসিনার বাংলাদেশ অচিরেই একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।”
বাংলাদেশ এখন ‘পুলিশি রাষ্ট্রে’ পরিণত হয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, “সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ বাহিনী। তাদের (সরকার) কোনো জনসমর্থন নেই। জাতীয় সংসদে কোনো নির্বাচিত সদস্য নেই। ষড়যন্ত্রের মাধ্যমে বিনাভোটে একটি স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।”
লন্ডন থেকে খালেদা জিয়া ফেরার পর আন্দোলনের ডাক দেবেন জানিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতেও বলেছেন হাফিজ।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে আইন সংশোধনের সমালোচনাও করেন তিনি।
“এজন্য আইনের সংশোধন আনছেন, যাতে করে প্রশাসনকে ব্যবহার করে কারচুপির মাধ্যমে বিনাভোটে নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করে আনতে পারেন।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনটির কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী, আশরাফুর রহমান আশরাফ, জিল্লুর রহমান খোকন, এমএ সায়েম, খান মুনিরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, আসাদুজ্জামান নেসার, সাদরেজ জামান, আনু মো. শামীম, লিটন মাহমুদ, সাহাবুদ্দিন মুন্না, রফিক হাওলাদার, আক্তারুজ্জামান বাচ্চু, নজরুল ইসলাম বক্তব্য রাখেন।