Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

downloadখোলা বাজার২৪ ॥ নির্বিচারে এন্টিবায়োটিকের ব্যবহারের প্রবণতা ও এ সংক্রান্ত নানা ভুল ধারণায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বিশ্বের অধিকাংশ মানুষ। ১২টি দেশের ১০ হাজার মানুষের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে এসব তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাজেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে, সংস্থাটির কর্তাব্যক্তিরা জানান, অধিক মাত্রায় ব্যবহারে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা হারাচ্ছে এন্টিবায়োটিক। যা বাড়িয়ে দিচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা।দরকারে-অদরকারে খেয়াল খুশি মতো এন্টিবায়োটিক গ্রহণে প্রাণি দেহে উৎপাদিত হচ্ছে এন্টি রেজিস্ট্যান্ট সুপারবাগ। যার ফলাফল ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এতে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা হারাচ্ছে এন্টিবায়োটিক।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে ওঠে এসেছে, এসব তথ্য। চীন, ভারত, ইন্দোনেশিয়া,মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশরের মতো ১২টি দেশের ১০ হাজার মানুষের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সংস্থাটি বলছে, ৬৪ শতাংশ মানুষই বিশ্বাস করেন, পেনিসিলিন ও এন্টিবায়োটিক জাতীয় ওষুধ ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধে কার্যকরী। যদিও এটি একটি ভুল ধারণা। এসব রোগ প্রতিরোধে এ জাতীয় ওষুধের কোনো ক্ষমতা নেই।শুধু তাই নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই শারীরিক অবস্থার কিছুটা উন্নতিতেই কোর্স সম্পন্ন না করেই এন্টিবায়োটিক গ্রহণ ছেড়ে দেন এক তৃতীয়াংশ রোগী। আবার, এন্টিবায়োটিক গ্রহণে ‘ড্রাগ প্রতিরোধী সংক্রমণে’র মতো মারাত্মক প্রতিক্রিয়া ঘটতে পারে এ বিষয়ে একেবারেই কিছুই জানেন না জরিপে অংশ নেওয়া শতকরা ৬৬ জন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ প্রতিনিধি কেইজি ফুকুদা বলেন, ‘ব্যক্তিগত খেয়াল খুশিতে আমরা অধিকমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার করছি। সঙ্গে করছি এর অপপ্রয়োগও। এটা শুধু মানুষের বেলাতেই নয়, অন্যান্য প্রাণির চিকিৎসার ক্ষেত্রেও। আর তাদের জানা নেই এ থেকে পরিত্রাণের উপায়ও।’এন্টিবায়োটিকের এমন লাগামহীন ব্যবহার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান।’বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার অন্যতম প্রধান কারণ এটি। যার পরিণতি বর্ণনা করা খুব সহজ। তা হলো, পৃথিবীর প্রত্যেক অঞ্চলে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে।’- বলছিলেন মার্গারেট চ্যান।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাণিদেহে আপনাতেই তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। সুনির্দিষ্ট মাত্রায় এন্টিবায়োটিকের ব্যবহার এই প্রক্রিয়া তরান্বিত করে। তাই, এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের প্রবণতা, কারণ হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির। পরিস্থিতি সামাল দিতে, রোগী ও চিকিৎসক ছাড়াও, খাদ্য, কৃষি, ও অর্থখাতের নীতিনির্ধারকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান সংস্থাটির বিশেষজ্ঞদের।