খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : আমাদের যতই ঘৃণা দাও, তা থেকেই ভালোবাসার সৃষ্টি করব আমরা। সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই বার্তাই দিল এক দম্পতি। দেশ, পরিজন ঝাঁঝরা হলেও, ভালোবাসা যে অবিনশ্বর, বিশ্বকে সেই বার্তাই দিতে চেয়েছেন প্যারিসের প্রেমিক আর সিরিয়ার প্রেমিকা।
সন্ত্রাসের দাঁত-নখে রক্তাক্ত ফরাসী এই যুবকের দেশ। ফ্রান্সের পাল্টা প্রত্যাঘাতে রক্ত ঝরছে তাঁর প্রেমিকার দেশ সিরিয়াতেও। দু দেশের সম্মুখ সমরে দগ্ধ হচ্ছে এই প্রেমিকযুগল। তবে, তাঁরা হেরে যাওয়ার পাত্র নন। হিংসা-দ্বেষ-হানাহানির মাটিতেই ভালোবাসার ফুল ফোটাতে চান তাঁরা। দৃপ্ত কণ্ঠে তাঁদের ঘোষণা, ‘ফরাসি-সিরীয় দম্পতি হিসেবে প্রতিদিন আমরা সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা, বর্ণবৈষম্যের কঠিন মূল্য চোকাচ্ছি। তবে, এত কিছু সত্ত্বেও, ভালোবাসার অবস্থান অটুট।’
এই দম্পতির বার্তা, হিংসা-সন্ত্রাসকে রোখার একমাত্র পথ ভালোবাসা। আর তার জয় অনিবার্য। বিশ্বজুড়ে যুদ্ধ-যুদ্ধ আবহে শান্তি ও ভালোবাসার সুবাতাস ছড়াতে চেয়েছেন এই প্রেমিক যুগল।