Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : ষুুযুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে পরিবার।
মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে গিয়ে এই আবেদন জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, পরিবারের ১২ সদস্যের সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে ওই আবেদনে।
কখন দেখা করতে চান জানতে চাইলে মাবরুর বলেন, “কারা কর্তৃপক্ষ যে সময় দেবে তখনই আমরা দেখা করব।”
এর আগে সর্বশেষ গত সপ্তাহে পরিবারের পাঁচ সদস্য মুজাহিদের সঙ্গে দেখা করেছিলেন বলে জানান তার ছেলে।
যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার যে আবেদন জামায়াত নেতা মুজাহিদ করেছিলেন, বুধবার তা খারিজ করে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
এই যুদ্ধাপরাধী এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষার আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে সে অনুযায়ী দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে সরকার।
আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনও বুধবার একইসঙ্গে খারিজ হয়ে যায়। তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।