খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী আজ বৃহস্পতিবারের হরতাল সাড়া নেই সাধারণ মানুষের। রাজধানীতে কার্যত হরতালের কোনো প্রভাব লক্ষ করা যায়নি। ভোর থেকেই গণপরিবহনের পাশাপাশি রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। অন্যান্য দিনের মতোই ভোর থেকে কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক গণপরিবহনও। ভোর ৬টার পরপরই অন্যান্য দিনের মতো বাস কাউন্টারগুলো খোলে। আসতে শুরু করেছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীও।
হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবিরকর্মীদের। এ দিকে সকাল থেকেই গাবতলীর বিভিন্ন কাউন্টারগুলোতে যাত্রীর আনাগোনা দেখা গেছে। অনেকে টিকিট সংগ্রহ করে বাসের অপেক্ষায় আছেন কাউন্টারে। হরতালকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্তি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
বুধবার রাত থেকে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র্যাবও। জামায়াতের হরতালকে উপেক্ষা করে নিজ নিজ কাজে যোগ দিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। চালু রয়েছে কলকারখানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত। বুধবার সকাল থেকেই রাজধানীর রাস্তায় গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের উপস্থিত লক্ষ করা যাচ্ছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম চোখে পড়ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, হরতালে মানুষের সাড়া নেই। রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। জনজীবন স্বাভাবিকভাবেই চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-পুলিশের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির টহল থাকছে বলেও জানান তিনি। এর আগে বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী।