খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীর গুলিস্তানে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ- এ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
এসময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, নাসরিন জাহান শেফালী , সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, ফারুক হোসেন তুহিন, দফতর সম্পাদক কাজি আনিসুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, রফিকুল ইসলাম চৌধুরী, শ্যামল কুমার রায়, সহ-সম্পাদক মিজানুর রহমান, মো: রফিকুল মনিরুল ইসলাম হাওলাদার, যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মিছিলটি জিরোপয়েন্ট, স্টেডিয়াম মার্কেট হয়ে গুলিস্তানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল হাজার খানেক নেতাকর্মী অংশ নেন।
এর আগে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে নেতাকর্মীরা। পরে পৃথক পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর দক্ষিণ ছাত্রলীগ। বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।