খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গতকাল বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড চূড়ান্তভাবে বহাল রাখা হয়েছে।
এরপর থেকেই কারাগারে সামনে কড়া নিরাপত্তা রয়েছে। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নতুন করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।