Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : শতাব্দীর সবচেয়ে বড় হিরকখ-ের সন্ধান মিলেছে বতসোয়ানার একটি খনিতে। এক হাজার ১১১ ক্যারেটের উঁচু মানের এই হিরাটি পাওয়া গেছে স্টকহোমভিত্তিক লুকারা ডায়মন্ড কর্পোরেশনের খনিতে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বতসোয়ানায় কারোউই খনির দক্ষিণাংশে পাওয়া যায় এটি। বিশ্বে এ পর্যন্ত পাওয়া হিরকখ-গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম এবং আধুনিক খনি ব্যবস্থায় এটিই বৃহত্তম।
এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিশ্বের বৃহত্তম হিরাটি। তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান এই হিরাটি পাওয়া যায় প্রিটোরিয়ার কাছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরকসমৃদ্ধ দেশ বতসোয়ানা। আর সম্প্রতি পাওয়া যাওয়া হিরকখ-টি দেশটিতে পাওয়া বৃহত্তম বলে জানিয়েছে লুকারা।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী উইলিয়াম ল্যাম্ব বলেছেন, হিরকখ-টি উঁচু মানসম্পন্ন। শতাব্দীর সবচেয়ে বড় হিরা বলে একে সম্বোধন করলেও অত্যুক্তি করা হবে না।