খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫।।
পারবে না কেউ তোমাকে থামাতে
চায় যারা দমাতে-দমাতে,
এক নিমিষেই ঝড়ের বেগে
আসবে তুমি ছুটে-ছুটে।
বাকশাল-স্বৈরাতন্ত্রের জাল ছিড়ে
হানিবে আঘাত উল্কাপিন্ড হয়ে,
অন্যায়ের কালো হাত ভেঙ্গে
নির্যাতনের দাতভাঙ্গা জবাব দিয়ে,
রক্তচক্ষুকে উপেক্ষা করে
বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়ে,
তচনছ করে দিবে অগণতন্ত্রের মসনদটাকে।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে
আনবে তুমি গণতন্ত্র ফিরে
লাল-সবুজ জমিনের মাঝে।
বজ্র হাতে মুষ্ঠি পেকে
অগনিত ভাই-বোনেরা-
থাকবে তোমার সাথে,
প্রতিহত ওরা হয় যাতে।
জাতি-উপজাতি,
হিন্দু-বৌদ্ধ-খিস্টান-মুসলিম
শপত নিলাম আজ,
আজ সেই-সেই দিন
নেতা,
আজ তোমার জন্মদিন।
শুভ শুভ শুভ হোক জন্মদিন
দোয়া ও আর্শীবাদ তোমার প্রতি-
রবে চিরদিন।
উৎসর্গ: জনাব ।
সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএনপি।