খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই মঞ্চে কার্যকর করা হবে। শুক্রবার রাত ৮টার দিকে কারাগার সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুইটি মঞ্চ থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি একই মঞ্চে কার্যকর করা হবে। ইতোমধ্যে ছামিয়ানা টানানোসহ ওই মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
বুধবার সাকা-মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর থেকে ওই মঞ্চে নিয়মিত মহরা চলছে বলেও সূত্রে জানা যায়।
ফাঁসি কার্যকরের জন্য নির্বাহী আদেশের একটি আনুষ্ঠানিকতা প্রয়োজন হয়। শুক্রবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আদেশ জারি হয়নি। আদেশ জারি হওয়ার পর কারাকর্তৃপক্ষ ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পরিবারকে তিন ঘণ্টার মধ্যে দেখা করতে আসতে বলবেন।