Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনালের আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ ‘বোগাস’ বলে মন্তব্য করেছেন তার ছেলে মাবরুর মুজাহিদ।
‘মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন’ বলে কারা কর্তৃপক্ষের সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা উড়িয়ে দিয়ে মাবরুর মুজাহিদ শনিবার বেলা সোয়া ২টায় এ কথা বলেন।
মাবরুর বলেন, ‘এটা (প্রাণভিক্ষা) আমার কাছে একেবারেই বোগাস এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। কারণ, উনার সাথে (মুজাহিদ) সাক্ষাতের সময় তিনি আমাদের পরিষ্কার বলেছেন তার এ ধরনের (প্রাণভিক্ষা) কোনো চিন্তা নেই। তারপরও তিনি এ বিষয়ে পরামর্শ করার জন্য পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আইনজীবী বা পরিবারকে সাক্ষাতের জন্য ডাকা হয়নি। আমার মনে হয় কনফিউশন তৈরির জন্যই তারা (কারা কর্তৃপক্ষ) এ ধরনের কথা উদ্দেশ্যমূলকভাবে বলছে।’
এদিকে দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে আমার কাছে এখনও কোনো কাগজপত্র এসে পৌঁছায়নি।’