খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ড্যাফোডিল কম্পিউটার্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষ হতে আগামী ৫ বছর পর্যন্ত সহজ ও দীর্ঘমেয়াদি কিস্তিতে ড্যাফোডিল কম্পিউটার্স ল্যাপটপ প্রদান করবে।
চুক্তি স্বাক্ষ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল, ড্যাফোডিল কম্পিউটার্স লি. এর কোম্পানি সচিব মো. মনির হোসেন, উপ-মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারী।