খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : কারিগরি ত্রুটির কারণে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত তা শুরু হয়নি।
তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকলেও দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়ম মাফিক সকাল সাড়ে ১০ টাতেই লেনদেন শুরু হয়।
কারিগরি ত্রুটি সারিয়ে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু করা যাবে বলে আশা করছে ডিএসই কর্তৃপক্ষ।