Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল ১১টায় মরদেহ ২টি উদ্ধার করে।
নিহতরা হলেন- বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের যুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রবিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের আঁড়ার সঙ্গে তাদের ঝুলতে দেখেন।
পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় স্থানীয় গোফলার বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহমান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।