খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫:পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় “Management Development Program”শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক ও পিবিটিআই’র ফ্যাকাল্টি মেম্বার মামুন বখ্ত উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য নির্বাহীদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণীকৃত ঋণ কমানো, অপকর্ম প্রতিরোধ এবং সবধরণের অব্যবস্থাপনা দূরীকরণে সর্বাতœক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন।
ব্যাংকের মোট ৩০ জন নির্বাহী (উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক) উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।