খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রায় দেড় ঘন্টা বিলম্বে লেনদেন শুরু হয়।এরপরও সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেন ও উভয় সূচকে তেজিভাব দেখা গেছে। ফের লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন শুরু করতে বিলম্ব হয়েছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। বিকেল ৪টায় লেনদেন শেষ হয়। রোববার ডিএসইতে মোট ৩১৩ টি কোম্পানির ১২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ২৫৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৪৩০ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৭৬৮ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৫.১৯ পয়েন্ট বেড়ে ৪৫৯৬.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪.৭২ পয়েন্ট বেড়ে ১৭৪৫.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১৫.৭২ পয়েন্ট বেড়ে ১১০৭.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩২ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, এএফসি এগ্রো, কেডিএস এক্সোসরিজ, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার ও কেপিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-আফতাব অটো, ডেল্টা লাইফ, ফার কেমিক্যাল, জেনারেশন নেক্সট, বঙ্গজ লিঃ, আল আরাফাহ ইসলামি ব্যাংক, সায়হাম কটন, সিএনএ টেক্স, সেলভো ক্যামিক্যাল ও আরএসআরএম স্টিল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ফু-ওয়াং ফুড, ন্যাশনাল পলিমার, মডার্ন ডাইং,সায়হাম টেক্স, এফবিএফআইএফ, বারাকা পাওয়ার, প্রগতি ইন্সুঃ, সেন্ট্রাল ফার্মা, দেশ গার্মেন্ট ও বিডি কম।