খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় ভিকাররুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধেমামলা করেন ভিকটিমের বাবা। শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে রায় আজ বুধবার ঘোষণা করবেন আদালত।
বুধবার সকালে ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন এ রায় দেবেন। এর আগে গত ১০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে একই বিচারক রায়ের জন্য এ দিন ধার্য করেন। আসামি পরিমল জয়ধর মামলার শুরু থেকে কারাগারে আটক রয়েছেন। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০১১ সালের ২৮ নভেম্বর ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতির সুপারিশসহ শুধু পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। মামলা দায়েরের পরের দিন একই বছরের ৬ জুলাই পরিমলকে ঢাকার কেরানীগঞ্জে তাঁর স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিমকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে প্রথমে ধর্ষণ করা হয়। এ সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইল ফোনে ভিডিও আকারে ধারণ করা হয়। পরে একই বছরের ১৭ জুন আবারও ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হয়।