Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: ২০১৫ সালে দেশে চোরাচালান মামলা হয়েছে ৭২ হাজার। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে আড়াই হাজার। গ্রেপ্তার করা হয়েছে ১৩ হাজার ৫০০ জনকে। অভিযান পরিচালনা করা হয়েছে তিন লাখ ৩২ হাজার।’ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চোরাচালনা প্রতিরোধ কমিটির ৫৫তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বৈঠকে দেশের পাট যাতে পাচার না হয় তা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। দেশে ৫০ লাখ মাদকসেবী রয়েছে।
যার অধিকাংশই চোরাচালনের মাধ্যমে আসা মাদকের উপর নির্ভরশীল। মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকাসহ সবস্তরে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আসাদুজ্জামান খাঁন জানান, প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য জানুয়ারি মাসে স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ-হাটবাজার সবখানে মাদকবিরোধী প্রচার চালানো হবে।