Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: বৈশ্বিক গড় তাপমাত্রার বিবেচনায় ২০১৫ সাল গড়তে যাচ্ছে উষ্ণতম বছরের রেকর্ড। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডাব্লুএমও) তথ্য থেকে এমনটাই জানা যাচ্ছে।
অক্টোবর পর্যন্ত সংস্থাটির রেকর্ড করা তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছরের তাপমাত্রা আগের যে কোনো ১২ মাস সময়কালের চেয়ে ‘অনেক বেশী’।
প্রতিষ্ঠানটির গবেষকরা জানাচ্ছেন, ২০১১-১৫ পর্যন্ত এই পাঁচ বছরের গড় তাপমাত্রা আগের যে কোনো পাঁচ বছরের তাপমাত্রা থেকে সবচেয়ে উষ্ণ।
প্রবল এল-নিনোর প্রভাব ও মানবসৃষ্ট কারণকে যৌথভাবে তারা বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণ হিসেবে বলছেন।
ডাব্লিউএমও বলছে, প্রাথমিকভাবে তাদের এ উপাত্ত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়কালের ওপর ভিত্তি করে করা। এ তথ্য থেকে দেখা যাচ্ছে, ২০১৫ সালে পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬১-১৯৯০ সালের গড় তাপমাত্রার থেকে উপরে।
বিজ্ঞানীরা বলছেন, ১৮৮০-৮৯ সময়কালের বৈশ্বিক গড় তাপমাত্রা থেকে চলতি বছরের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস উপরে।
সংস্থাটির বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, ১৯৬১-৯০ সালের গড় তাপমাত্রা থেকে ২০১১-১৫ সালের গড় তাপমাত্রা দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।
সংস্থাটি শঙ্কা প্রকাশ করে বলছে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের স্তর নতুন উচ্চতায় উঠেছে। উত্তর গোলার্ধে ২০১৫ সালের বসন্তের তিন মাসে কার্বন-ড্রাই অক্সাইডের ঘনীভবন প্রতি মিলিয়নে ৪০০-এর সীমা প্রথম ছাড়িয়েছে।
ডাব্লিউএমও’র মহাসচিব মাইকেল জেরার্ড বলছেন, ২০১৫ সালের বৈশ্বিক তাপমাত্রা নানান কারণে ইতিহাস সৃষ্টি করবে।