Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন ডেটিং সেবাদাতা প্রতিষ্ঠান লোন স্টার ইন্ট্রোডাকশনস। প্রতিষ্ঠানটি গ্রাহকদের বিভিন্ন হুমকি দিচ্ছিল আর হয়রানি করছিল বলে জানিয়েছে সেখানকার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
রয়টার্স জানিয়েছ, লোন স্টারের সঙ্গে ইলাভ ম্যাচমেকিং, ইন্টারন্যাশনাল ডেটিং ভেঞ্চারস আর ইন্টারন্যাশনাল ইন্ট্রোডাকশনসসহ সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানকে টেক্সাসে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের কার্যালয় জানিয়েছে, চলতি সপ্তাহে আসামীদের বিরুদ্ধে ‘গ্রাহকদের বেশি দামি সেবায় সাইন করাতে মিথ্যা, প্রতারণামূলক আর ভুয়া উপায় অনুশীলন’- এর অভিযোগ আনা হয়েছে।
ওই সেবাওগুলো ব্যবহারে সাইন আপের জন্য গ্রাহকদের কাছ থেকে ৮,০০০ থেকে ১৩০০০ ডলার দাম রাখা হতো। আর কোনো গ্রাহক সেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে অর্থ দেওয়া বন্ধ করতে চাইলে, গ্রাহকদের হয়রানি করে হুমকি দেওয়া হতো, এটি টেক্সাসের আইনের লঙ্ঘন বলে জানিয়েছে তারা।
প্রতিষ্ঠানগুলোর পক্ষে মামলা পরিচালনা করা এক আইনজীবী এ বিষয়ে কোনো মন্তন্য করতে রাজি হননি।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এজন্য ৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে। এর মধ্যে তারা যদি টেক্সাসে ১০ বছর তাদের কার্যক্রম বন্ধ করে রাখে তবে ৪৯৫,০০০ ডলার জরিমানা কমানো হবে বলে জানিয়েছে আদালত।