Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: ভোলা পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণাসহ প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়ায় নীরব হয়ে পড়েছেন বিএনপির প্রার্থীরা।
জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল মমিন দুলু বলেন, এখানে আওয়ামী লীগ-সমর্থিত একমাত্র মেয়র পদপ্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান মেয়র মো. মনিরুজ্জামান মনির।
“তিনি নিজের পছন্দমতো কাউন্সিলর পদপ্রার্থীদেরও ইতোমধ্যেই চূড়ান্ত করেছেন।”
২১ নভেম্বর কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে সিলেটের হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করে এসেছেন মনিরুজ্জামান।
মনিরুজ্জামানের পক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শহরে মিছিল করতে দেখা গেছে।
সেক্রেটারি দুলু বলেন, ভোলার আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মনিরুজ্জামানকে বিজয়ী করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
অপরদিকে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপিতে। সরকারবিরোধী আন্দোলনের মামলাসহ নানা সমস্যায় জর্জরিত বিএনপির নেতা-কর্মীরা তাকিয়ে আছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের দিকে।
গোলাম নবী বলেন, “যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে, দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত হওয়ার পর সেই আলোকে আমরা পদক্ষেপ নেব।”
বিএনপির প্রার্থী হিসেবে গোলাম নবীর নাম শোনা যাচ্ছে। তবে এ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকায় বিএনপির অন্য নেতা-কর্মীরা নীরব রয়েছেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করলেও প্রকাশ্যে বা মিডিয়ায় কিছুই বলছেন না।