খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি ক্লিনিকে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন এক ব্যক্তি।
শুক্রবারের আকস্মিক এই হামলায় আহত হয়েছেন নয়জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। আহতদের পাঁচজনও পুলিশের কর্মকর্তা।
কী কারণে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণে গর্ভপাত করা হত।