খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোসহ এই নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ না রাখার দাবি জানিয়েছে বিএনপি। রবিবার দুপুর ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসির সঙ্গে বৈঠকে ড. এম ওসমান ফারুক ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন : খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, ক্যাম্পেন (অব.) সুজাউদ্দিন ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল।
ড. ওসমান ফারুকে বলেন, আমরা পৌর নির্বাচন ১৫ দিন পেছানোসহ গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছি। কারণ তাদের মুক্তি না দিলে নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।
ওসমান ফারুক আরও বলেন, জবাবে ইসি বলেছেন নির্বাচন পেছানোর সুযোগ নেই। তবে নির্বাচনে এমপিদের প্রচারণার বিষয়টি আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে দুপুর পৌনে ২টার দিকে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের বৈঠক শুরু হয়। এর আগে শনিবার দুপুরেও ইসিতে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল।