খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসকে ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার চট্টগ্রামের। টস জিতে প্রথমে ব্যাট করেত নামে চট্টগ্রাম। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকে তামিম ও দিলশান। ৩৯ রানের ওপেনিং জুটি পায় চট্টগ্রাম। ১৮ রান করে আরাফাত সানির বলে আউট হন দিলশান।
কামরান আকমল ১২ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। এনামুল হক ১৪, উমর আকমাল ১ ও জিয়াউর রহমান ৩ রানে আউট হন। তামিম সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন। নাঈম ইসলামের ১৬ বলে ১৬ রানের ওপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে চট্টগ্রাম ভাইকিংস। রংপুরের সাকিব আল হাসান ও আরাফাত সানি ২টি করে উইকেট নেন।
জবাবে, ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে রংপুরের দুই ওপেনার জহুরুল ইসলাম ও সৌম্য সরকার। মুলত এই দুই ওপেনারের ব্যাটে জয়ের ভিত পায় রংপুর রাইডার্স। ১০২ রানের ওপেনিং জুটি ভাঙ্গে জহরুল ৪৭ রান করে আউট হলে ২৪ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় রংপুর। সৌম্য সকাকার ৫৮ রানে অপরাজিত ছিলেন।