Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দেশ যাতে ইসলামিক স্টেট (আইএস) সমস্যায় না পড়ে সে জন্য আর বসে থাকার সময় নেই। এখন জাতিকে বিভক্ত না করে ঐক্য গড়ে তুলতে হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন একাত্তরের রণাঙ্গনে কাদেরিয়া বাহিনীর এই প্রধান।
দেশে শান্তির দাবিতে চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে চলা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ফলে দীর্ঘ ৩০৮তম দিনের কর্মসূচি শেষে নিজ গৃহে ফিরে যান বীরউত্তম কাদের সিদ্দিকী।
আইএস ইস্যুতে ঘোমটা খুলুন
কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী ফিরে সংবাদ সম্মেলনে বলেছিলেন, কেউ কেউ এ দেশে আইএস আছে এটা প্রমাণের চেষ্টা করছে, যাতে বিদেশী শক্তি চাপ প্রয়োগ করতে পারে। প্রধানমন্ত্রীর উপলব্ধি আমাদের অবস্থান কর্মসূচির ফসল।’
‘তাই যার সঙ্গে আলোচনায় বসলে দেশে শান্তি আসবে তার সঙ্গেই আলোচনায় বসুন। আলোচনায় আপনাকে বসতেই হবে। ঘোমটা খুলুন। পরে কিন্তু আলোচনার সময় পাবেন না’ মন্তব্য করেন বঙ্গবীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে আইএস নেই। অথচ পুলিশ আইএস সদস্যদের গ্রেফতার করছে ও আদালতে বিচার চলছে। আইএস থাকুক বা না থাকুক, এটা এখন বিশ্বব্যাপী বড় সমস্যা।
জাতীয় নির্বাচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসার অনুরোধও জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান সমস্যার ৮০ ভাগ সমাধান হয়ে যাবে অবাধ ও গ্রহণযোগ্য আরেকটি জাতীয় নির্বাচন হলে। সরকারি প্রভাবমুক্ত নির্বাচনে জয়ী দলের ওপর মানুষের আস্থা থাকে। এই সরকারের ওপর মানুষের আস্থা নেই। যেদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেদিন মানুষের আস্থা ফিরে আসবে।’
বিএনপির উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাদের অবরোধ প্রত্যাহার করতে বলেছিলাম কিন্তু করেননি। জনগণ আপনাদের অবরোধ প্রত্যাখ্যান করেছে। এমন অবস্থা হয়েছে আপনারা অবরোধ প্রত্যাহারেরও সময় পাননি।’
ফাঁসি প্রসঙ্গ
তিনি বলেন, ‘৩০ নভেম্বর একদিনে ২৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক বিশ্বে ফাঁসির দেশ হিসেবে পরিচিতি পাচ্ছি। ভাবীকালে বিশ্ব মানবতার কাছে এ জন্য জবাব দিতে হতে পারে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘ফাঁসির আদেশ হলেই দেশে শান্তি আসবে, এমন না। ফাঁসি মানে দেশের অবস্থা ভয়াবহ। দেশে শান্তি নেই।’
গৃহে ফেরা
সংবাদ সম্মেলন শেষে কাদের সিদ্দিকী ৩০৮ দিন পর তার মোহাম্মদপুরের বাসায় ফিরে যান। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে মতিঝিলে অবস্থান শুরু করেছিলেন তিনি। একটানা ৬৪ দিন মতিঝিলে অবস্থান করে তিনি সারাদেশ ঘুরে বেড়ান।
কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি সমাপ্তিকালে উপস্থিত ছিলেন- স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আল্লামা এ টি এম হেমায়েত উদ্দিন, কবি সাযযাদ কাদির প্রমুখ।