খোলা বাজার২৪ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫ নেইমার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে কোনো তাড়াহুড়ো না করলেও তার বাবার দাবি, স্পেনেই থেকে যাবেন ব্রাজিল তারকা।
বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আরও তিন বছর আছে। কিন্তু সম্প্রতি তারকা এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহ প্রকাশ করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
নেইমার সিনিয়র বার্সেলোনা সমর্থকদের আশ্বাস দিয়ে বলেন, “এটা নিশ্চিত যে, আমরা বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করব। বার্সেলোনায় সে আরও তিন বছর আছে, তাই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।”
গত সোমবার স্পেনের লা লিগার বর্ষসেরা পুরস্কারের রাতের পর নেইমারের বাবা বলেন, “নেইমার বার্সেলোনায় সুখে আছে এবং পরিবর্তনের প্রয়োজন নেই।”
১৪ গোল নিয়ে চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। আর ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭।