খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : টেনিস জীবনে সবকিছুই পেয়েছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস।
এখন মনের মধ্যে একটাই স্বপ্ন, হলিউডে প্রতিষ্ঠিত হওয়ার। অবশ্য এখনই টেনিসের এই খ্যাতিমান তারকা হলিউডে নাম লেখাচ্ছেন না।
টেনিস ক্যারিয়ার শেষ করেই হলিউডে নাম লেখাবেন বলে ভেবে রেখেছেন। তিনি যে এই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তা নয়। এর আগে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করেছেন সেরেনা। ‘ই আর’ শিরোনামের ওই নাটকে মৃত্যু হয় সেরেনার।
কালো সোনা খ্যাত সেরেনা উইলিয়ামস টেনিস ভুবন মাতিয়ে চলেছেন স্বমহিমায়। এবার হলিউডের নায়িকা হওয়ার ইচ্ছাটাও প্রকাশ করলেন। আর নায়িকা হওয়ার সব রকমের যোগ্যতা এবং বৈশিষ্ট্যও রয়েছে বর্তমান যুগের পাওয়ার টেনিসের এ কর্ণধারের।
এ প্রসঙ্গে সেরেনা বলেন, “আমি অভিনয় বেশ উপভোগ করি। ক্যামেরার সামনে যেতে বরাবরই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ধারণা, অ্যাকশন তারকা হলে আমি বেশি ভালো করব। ” সারা বিশ্বে সেরেনার অগণিত ভক্ত, সমর্থক, শুভাকাঙ্খী তাদের স্বপ্নকন্যার নতুন যাত্রার কথা শোনার পর আনন্দে মাতোয়ারা হয়েছেন।
তবে যাই হোক, সবার দৃষ্টি এখন সেরেনা আর কতদিন টেনিস খেলবেন- সেই দিকে। কেননা বর্ণাঢ্য ক্যারিয়ার শেষেই আরেক রঙিন ভূবন মাতাবেন এ মার্কিন নারী।