খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই মাসেরছেলে শিশুর পেটে মেয়ে বা”চার ভ্রুণ পাওয়া গেছে।
শনিবার অস্ত্রপচার করে শিশুটিরপেটথেকেমেয়ে বা”চার ভ্রুণ বের করে চিকিৎসকরা। মেয়ে শিশুটির হাত, পা এবং মাথাসহ সব অঙ্গ রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবুল কুমার সাহারনেতৃত্বে ছয়জন চিকিৎসকছেলে শিশুটির পেট অপরাশেন করেমেয়ে শিশুটির ভ্রুণ বের করেন।
ডা. বাবুল কুমার সাহা জানান, গাইবান্ধাজেলার গোবিন্দগজ্ঞ উপজেলার রতের বাজার গ্রামের গার্মেন্টস শ্রমিকসোহেলের স্ত্রী মুন্নী বেগম দুই মাস আগে একটি শিশু ছেলে প্রসব করে। জন্মের কিছুদিন পর শিশুটির পেট ফুলতে থাকে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির আলট্রাসনোগ্রাম ও সিটিস্ক্যান করেদেখা যায়, তার পেটে অন্য একটি শিশুর অস্তিত্ব রয়েছে।
শনিবার সকালে সফল অস্ত্রপচার করে ছেলে শিশুটির পেট থেকে একটি মেয়ে বা”চার ভ্রুণ বের করা হয়।
ডাক্তার জানান, অপারেশন করেদেখা যায়মেয়ে বা”চার শরীরে প্রায় সবগুলো অর্গান ডেভলাপ করেছে। এটাকে এক ধরনেরমেজিউডটেরাটোনা বলা যায়। আমরা এটাকে বা”চার পেটে বা”চা বলছি। এই ভ্রণটি শিশুটির পেটে আর ৫-৬ মাস থাকলে পূর্ণাঙ্গ শিশু হয়ে যেত। এক্ষেত্রেপেটে থাকা শিশুটির মৃত্যু হওয়ার শংকা ছিল ।
অস্ত্রপচার করার পরে শিশুটির জ্ঞান ফিরেছে । এখন সে সুস্থ রয়েছে। অস্ত্রপচার করে বের করা মেয়ে বা”চার ভ্রুণটি সংরক্ষণ করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।