Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ছোটকাল থেকে আমরা বিভিন্ন রাজকন্যার গল্প শুনে এসেছি। বিভিন্ন নাটকে, উপন্যাসে, রুপক গল্পে কেশবতি সুন্দরীর কথা শুনেছি। কিন্তু এখন আর কল্পনাতে নয়, সে রকম রাজকন্যাকে বাস্তবেও দেখা যায়।

সকল গল্প জনপ্রিয়তা পায় না। তবে রুপাঞ্জেলের গল্পে অনেকেই মুগ্ধ। তার লম্বা, কালো ও দীঘল চুলের কথা সকলের মনে আছে নিশ্চয়? রুপাঞ্জেল এখন শুধু গল্প নয়, তাদের একটি পরিবারও রয়েছে। কি, বিশ্বাস হচ্ছে না?

তেরে লিন সভেতলেসিস রুশেল একজন ৪৩ বছর বয়সী মহিলা, যিনি ৫ সন্তানের জননী। তার তিনজন কন্যাসন্তান রয়েছে। সে ও তার মেয়েদের একত্রে রুপাঞ্জেল অফ ইলিওন বলা হয়। আপনি হয়ত চিন্তা করছেন, তাদের চুল আসল কতটুকু দীর্ঘ। তেরেলিনের চুল ৭৪ ইঞ্চি লম্বা। যা ৬ ফুট ২ ইঞ্চির সমান। তার বড় মেয়ের চুলও তার সমান লম্বা। তার দ্বিতীয় ও তৃতীয় কন্যার চুল যথাক্রমে ৩৬ ইঞ্চি ও ২৬.২৫ ইঞ্চি লম্বা।–সূত্র: ডিপলি।