খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় শনিবার রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ১১ নারীসহ অন্তত ১৮ জন প্রাণ হারায় ও আরো ১৬ জন আহত হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, প্রতাপগড়ের ছোটি সাদরির ধোলাপানি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আশপাশের গ্রাম থেকে আসা শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ভ্যানটি উল্টে যায়।
এই ঘটনায় আহতদের নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মর্মান্তিক এই সড়ক দুঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে এই ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের সদস্যকে ৫০ হাজার রুপী ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে।