খোলা বাজার২৪, সোমবার,৭ ডিসেম্বর ২০১৫ :আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিনান্সিং অব টেররিজম(Prevention of Money Laundering and Combating Financing of Terrorism) শীর্ষক ২ (দুই) দিনব্যাপী কর্মশালা ৭ ডিসম্বের, ২০১৫ রবিবার ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, অবৈধ পথে অর্থের আদানপ্রদান এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। মানি লন্ডারিং রোধকল্পে তিনি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিষয়টি অবহেলার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের লেনদেন দেশ ও জাতিকে ধংসের পথে নিয়ে যায়। একটি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ বিষয়ে সরকারের সকল নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।