
সোমবার দুপুর ২টায় রাজধানীর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বরিশাল বুলসকে প্রথম ব্যাটে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইস ও লুইস। ব্যাটিংয়ে নেমে এ ম্যাচেও ঝলসে উঠে পারেননি বুলসের ট্রাম্পকার্ড ক্রিস গেইল। ম্যাচের পঞ্চম ওভারে দলীয় ২১ রানের মাথায় শোয়েব মালিকের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় ৮ রান করা গেইলকে।
এরপর দলীয় ৪০ রানের মাথায় স্টিফেনসের বলে শোয়েবের তালুবন্দি হয়ে ১৫ রান করে মাঠ ছাড়তে হয় লুইসকে। তৃতীয় নম্বরে ব্যাটেও আসা রনি তালুকদার সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৯ রানের মাথায়। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান দলকে বড় সংগ্রহের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৮৮ রানের সময় আবু হায়দারের বলে সাজঘরে ফিরতে হয় দলের হয়ে সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহকে।