খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: ব্রাজিলের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলের বিমান বাহিনী (এফএবি) জানিয়েছে, গইয়াস প্রদেশের পালমিরাস দে গইয়াস শহর থেকে উড্ডয়নের পর বিমানটি ১০০ কিলোমিটার দূরবর্তী প্রাদেশিক রাজধানী গোইয়ানিয়ার উদ্দেশে যাচ্ছিল।
এক ইঞ্চিনচালিত বিমানটি ত্রিনিদাদ শহরের বিমান বন্দরের কাছে একটি বনে বিধ্বস্ত হলে বিমানটির আরোহী তিন ব্যক্তিই মারা যান।