খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: ইতালির বিশিষ্ট সাংবাদিক তিজিয়ানা চিভারদিনি বলেছেন, “তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইসলাম ও মুসলমানদের ওপর আঘাত হানার জন্য ইসলামের নামেই নানা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার চিঠি তাদের এ ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে।“
পশ্চিমা যুবসমাজকে উদ্দেশ করে ইরানের সর্বোচ্চ নেতা তাঁর দ্বিতীয় চিঠিতে লিখেছেন, ‘তাকফিরি সন্ত্রাসবাদের প্রকাশ্য ও নিশ্চিত পৃষ্ঠপোষকরা সবচেয়ে পশ্চাৎপদ রাজনৈতিক ব্যবস্থার অধিকারী হওয়ার পরও সব সময় পাশ্চাত্যের মিত্র হিসেবে স্থান পেয়েছে।’
তাঁর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির সাংবাদিক চিভারদিনি আরও বলেছেন, “ইউরোপ ও ইতালির জনগণ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল এবং ইসলামের মধ্যে পার্থক্য কী তা বোঝেন না। তার মতে সন্ত্রাসবাদের বিষয়ে পাশ্চাত্যের আসল ভূমিকা এ চিঠিতে উঠে এসেছে বলেই পশ্চিমা মিডিয়াগুলো এই চিঠি প্রচারের ক্ষেত্রে হাস্যকর সীমাবদ্ধতা আরোপ করেছে।”
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এই চিঠি এতই আন্তরিক যেন একজন পিতা তার সন্তানের সঙ্গে কথা বলছেন।
সাংবাদিক চিভারদিনি মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পশ্চিমা যুব সমাজকে দেয়া বার্তায় পশ্চিমা সমাজের চলমান আতঙ্কের কারণ খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। এই চিঠি পড়লে ইউরোপের বর্তমান সংকটগুলোর কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেছেন।
ইতালির আরেক সাংবাদিক লুকা পিনাসকো বলেছেন, পশ্চিমা যুবসমাজের কাছে ইরানের সর্বোচ্চ নেতার এই বাণী অত্যন্ত সময়োচিত ও সচেতন পদক্ষেপ। কারণ, পশ্চিমারা মুসলিম ও আরব বিশ্বের ঘটনাবলীকে উপেক্ষা করছে; অন্যদিকে নিজেদের বিরুদ্ধে নানা সহিংসতায় মুসলমানদেরকেই অপব্যবহার করছে। ইরানের সর্বোচ্চ নেতা ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞকেও তুলে ধরেছেন বলে লুকা পিনাসকো মন্তব্য করেছেন।