খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জনাব মোঃ আনোয়ার হোসেন সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এর আগে জনাব মোঃ আনোয়ার হোসেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাউন্টিং এ সম্মান সহ ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি নেন এবং পরবর্তীতে ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন । তিনি ২০০৭ ইং সালে শাহজালাল ইসলামী ব্যাংকে জেএভিপি ও ইনচার্জ (ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ডিভিশন) হিসেবে যোগদান করেন। তার আগে তিনি গ্রীন ডেল্টা ফাইনানসিয়াল সার্ভিসেস লিঃ এর ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ এর দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ১৭ বছরের কর্ম জীবনে দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী ব্যবসায়িক চিন্তা দ্বারা কর্মরত প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।