Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

image-r_17524-272x125

খোলা বাজার২৪, বুধবার, ৯ডিসেম্বর ২০১৫: যৌন মিলনের মাধ্যমে এইচআইভি ভাইরাসের সংক্রমণ রোধে নতুন এক প্রকার কনডন আবিষ্কার করেছেন গবেষকরা। নতুন এই কনডম রাবার নয় বরং হাইড্রোজেল নামক এক প্রকার উপাদান থেকে তৈরি। হাইড্রোজেলের মূল উপাদান পানি; এই জেল কন্টাক্ট লেন্স তৈরিসহ অন্যান্য চিকিৎসাকাজে ব্যাপক হারে ব্যবহৃত হয়।
কনডমটির আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেল ‘ইরমা লেরমা র্যাধঙ্গেল কলেজ অব ফার্মেসি’র ‘এঅ্যান্ডএম হেলথ সায়েন্স সেন্টার’ এর একদল গবেষক। গবেষণা কাজে নেতৃত্বে দেন ওই সায়েন্স সেন্টারের সহকারী অধ্যাপক ড. মহুয়া চৌধুরী। এই আবিষ্কারের জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেন ‘গ্রান্ড চ্যালেঞ্জ ইন গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন মহুয়া চৌধুরী। এক হাজার ৭০০ প্রতিযোগীর মধ্যে মাত্র ৫৪ জনকে অ্যাওয়ার্ডটির জন্য মনোনীত করা হয়েছে।
আবিষ্কার বিষয়ে ড. মহুয়া বলেন, ‘অনেকেরই রাবারের তৈরি কনডমে অ্যালার্জি হয়। কারো কারো যৌনমিলনে রাবারের তৈরি কনডম ব্যবহারে চরম অনীহা থাকে। অনেক ক্ষেত্রে আবার কনডম ফেটে গেলে এইচআইভ সংক্রমণের ঝুঁকি থাকে। এসব বিষয় মাথায় রেখেই আমরা একটি আদর্শ উপাদানে কনডম তৈরির কাজে হাত দেই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এইডসের কারণ এইআইভি ভাইরাস নিয়ে পৃথিবীতে ৩ কোটি ৬৯ লাখ লোক বসবাস করছেন। গত বছর নতুন করে ২০ লাখ লোক এতে সংক্রমিত হয়েছেন; মারা গেছেন ১২ লাখ মানুষ।
মানবজাতির অস্তিত্বের প্রতি হুমকি এইচআইভি ও এইডস নিয়ন্ত্রণে জড়িত জাতিসংঘ গ্রুপ প্রাণঘাতি রোগটি প্রতিরোধে ও চিকিৎসায় দ্রুত প্রতিষেধক আবিষ্কারের ওপর জোর দিচ্ছে।
এ বিষয়ে ড. মহুয়া বলেন, এইআইভি সংক্রমণ প্রতিরোধে কনডম অন্যতম উপায় হলেও কখনোই সবচেয়ে উত্তম সমাধান নয়। তবে এটি গুরুত্বপূর্ণ যে মানুষ এর ঝুঁকি মোকাবেলায় কনডমই ব্যবহার করে থাকে।’
গবেষকদের ভাষ্য, হাইড্রোজেলের তৈরি এই বিশেষ কনডমে রয়েছে উদ্ভিদ থেকে প্রাপ্ত এক ধরনের এইচআইভিবিরোধী উপাদান (অ্যান্টিঅক্সিডেন্ট)। যৌনমিলনের সময় কোনো কারণে কনডম ফেটে গেলে এই অ্যান্টিঅক্সিডেন্ট এইচআইভি ভাইরাসকে মেরে ফেলবে। পাশাপাশি এই কনডম উপাদানটি যৌনমিলনের সময় মানুষকে শারীরিক ও মানসিকভাবে উদ্দীপ্ত করে যৌনাকাঙ্ক্ষা ও তৃপ্তি বাড়াবে।
কনডমটি বাজারজাত করার জন্য প্যাটেন্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন জানিয়ে মহুয়া বলেন, আমরা সফল হলে এইচআইভি ও যৌনবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে এই কনডম। যত তাড়াতাড়ি সম্ভব কনডমটি বাজাড়ে ছাড়ার চেষ্টা করছি আমরা।
কনডমটি এইডসের ঝুঁকিতে থাকা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর গরিব লোকজনের হাতের নাগালে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন ড. মহুয়া। নতুন আবিষ্কৃত এই হাইড্রোজেল কনডম বিশ্বব্যাপী এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।