Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মাহবুব-উল-আলম-হানিফ
খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সম্প্রতি বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন,আপনি যখনই মিডিয়ার সামনে আসেন তখনই দেশের জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানী ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, “আপনার কাজই হচ্ছে- জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। এর আগে ৫ জানুয়ারি নির্বাচনের সময় আপনি দেশের জনগণকে আতঙ্কিত করেছেন। এখনও করে যাচ্ছেন।”
“আমরা বিএনপিকে বলতে চায়- আপনারা কোন উদ্দেশ্যে নিয়ে পৌর নির্বাচনে এসেছেন, সেটা জাতির কাছে পরিষ্কার নয়। আপনাদের অনেক নেতাই নির্বাচনে যাবে কি-না এটা ইঙ্গিত দিচ্ছেন। আমরা মনে করি- বিএনপি কোন দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছে। এই নির্বাচন বিতর্কিত করার জন্য নতুন কোন নীলনকশা পকাচ্ছেন কি-না? এটাও পরিষ্কার নয়” বলেন ।
সম্প্রতি বিএনপি নেতাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আকুতি প্রসঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “কারা বোমা মেরে জনগণকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি। যুবদল, শিবির-জামায়াতের নেতাকর্মীরা পেট্রোল বোমা মেরে, মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো। দেশের প্রতিটি ভোট কেন্দ্র দখল করে প্রিজাইডিং অফিসারদের উপর হামলা চালিয়েছিলো।”
আওয়ামী লীগ জঙ্গিবাদ সৃষ্টি করেছে- খালেদা জিয়ার এমন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হানিফ। তিনি বলেন, “দেশে একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা কারা চালিয়েছিলো? এখন আপনি বলছেন- আওয়ামী লীগ জঙ্গিবাদ সৃষ্টি করেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এমন মিথ্যাচার আর কেউ কখনও করেনি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেদা মাহমুদ চৌধুরী, আল মামুন স্বপন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।