খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ- ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, “আমাদের মনে রাখতে হবে, বিদ্যুৎ ও খনিজসম্পদ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল কার্যক্রম। এতে প্রচুর অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়ে। সামর্থ্য থাকলেই যথেচ্ছ বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
“আগামী প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে।”
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, “আপনারা জানেন বিশ্ব রাজনীতিতে পরিবর্তন এসেছে। নিজস্ব সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদেরকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের দায়বদ্ধতা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে।
“আগামী প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে; ‘সিস্টেম লস’ও কমাতে হবে।”
জীবাষ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তৃণমূল পর্যায়ে জনগণকে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ১৩ বিজয়ীর হাতে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।
পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে বিদ্যুৎ ও জ্বালানি মেলার উদ্বোধন করেন।