Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘রাজনৈতিক চোরামি’ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সচিবালয়ে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “খালেদা জিয়া গত সাড়ে ছয় বছর নির্বাচন নিয়ে রাজনৈতিক চোরামির কাজ করছেন। তিনি কখনোই নির্বাচনকে সততার সঙ্গে গ্রহণ ও মোকাবিলা করেননি।”

খালেদা জিয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ‘জলঘোলার চক্রান্ত’ করছেন বলেও দাবি করেন জাসদ সভাপতি।

ইনু বলেন, “নির্বাচন নিয়ে কথা বলার আগে খালেদা জিয়া আগুনযুদ্ধ এবং মানুষ পোড়ানোর কৈফিয়ত দিক। এর আগে তার মুখে গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা শোভা পায় না।”

মামলার আসামি যেসব বিএনপি নেতা পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মামলা ‘আপন গতিতেই চলবে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আর নির্বাচন চলবে নির্বাচনের মত।

“আমরা কোনো প্রার্থীকেই হয়রানি করছি না। এই পৌর নির্বাচনের বহু প্রার্থী কিছুদিন আগের আগুনযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। নাশকতা-অন্তর্ঘাতের কারণে তাদের অনেকের নামে মামলা আছে।”

হাসানুল হক ইনু বলেন, “মনে রাখতে হবে, মামলা থেকে বাঁচার জন্য বা অপরাধকে হালাল করার জন্য নির্বাচন কোনো কৌশল নয়। আগুন সন্ত্রাসের মামলা, মানুষ পোড়ানোর মামলা থেকে বাঁচতে দরকষাকষির হাতিয়ারও না নির্বাচন।”

সরকার কোনো নির্বাচনই নিজেদের ‘ইচ্ছেমতো করছে না’ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আইন অনুযায়ী সময়মত নির্বাচন হচ্ছে। সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব আমরা পালন করছি।
“এখানে কোনো নির্বাচনই উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দিচ্ছি না। আমরা খেয়ালখুশি মতও নির্বাচন করছি না।”

নির্বাচন কমিশন সরকারের ‘ইচ্ছার উপর নির্ভর করে না’ দাবি করে ইনু বলেন, সরকারের চাওয়াকে তারা (কমিশন) তোয়াক্কা করে না।

“সরকারি দলের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য স্থানীয় নির্বাচনী প্রচারণায় সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। নির্বাচন কমিশন সে দাবিও রাখেনি।”

খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনকে ‘অথর্ব’ বললেও এই কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে তার দলের নেতাদের নির্বাচিত হওয়ার কথাও এসময় উল্লেখ করেন মন্ত্রী।