খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: দিনাজপুরের কাহারুল উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ ইসকন মন্দিরে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে মন্দিরটিতে হামলা হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান। প্রত্যক্ষদর্শী ক্ষীরপ্রসাদ জানান, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কাহারুল থানার ভারপ্রাপাত কর্মকর্তা মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।