Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫ : প্রাইভেট গাড়ি চালকদের নিয়োগপত্র প্রদান, কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ ও সর্বনিন্ম বেতন ১৬ হাজার টাকা করাসহ ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে প্রাইভেট গাড়ি চালক ইউনিয়ন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে প্রাইভেট গাড়ি চালকরা অংশ নেন।

মানববন্ধন বক্তারা বলেন, পরিবহনের সাথে যুক্ত মানুষগুলো তাদের কর্তব্য পালন করতে দেশ, জাতি, এমনকি পরিবারের সদস্যদের কাছেও নানাভাবে অবহেলিত। একদিকে কর্তব্য পালনে নেই কোনো সময়সীমা, অন্যদিকে তাদের কাজের নেই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি, বেতন বোনাসের ঠিক-ঠিকানাও নেই।

এ সময় তারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

এক. ড্রাইভারদের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা দিতে হবে।

দুই. সকল ড্রাইভারদের নিয়োগপত্র ও চাকরির নিরাপত্তা দিতে হবে।

তিন. আট ঘণ্টার বেশী কাজের জন্য ওভারটাইম দিতে হবে।

চার. সাপ্তাহিক ছুটি, বোনাস, পেনসন, গ্রাচ্যুইটি প্রভিডেন্ট ফান্ড এবং ইনস্যুরেন্স অধিকার নিশ্চিত করতে হবে।

পাঁচ. শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে।

ছয়. লাইসেন্সধারী ড্রাইভারদের সরকারিভাবে চিকিৎসা ও ঔষুধ দিতে হবে এবং আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সাত. পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

আট. দুর্ঘটনা কবলিত ড্রাইভারদের সুচিকিৎসা নিশ্চিত, ভবিষ্যতের দায়দায়ত্ব মালিক এবং রাষ্ট্রকে বহন করতে হবে।