Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার পাঁচ যাত্রীর সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আগের রাতে তল্লাশি অভিযান স্থগিত করা হলেও রোববার সকাল সাড়ে ৮টায় দিকে আবারও উদ্ধারকর্মীরা খোঁজ শুরু করেছেন বলে জানিয়েছেন নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিনমনি।

শনিবার দিনভর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে ডুবে যাওয়া নৌকার অবস্থান শনাক্ত হলেও নিখোঁজ পাঁচজনের সন্ধান মেলেনি। পরে সন্ধ্যা ৬টায় দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শনিবার ভোরে নারায়ণগঞ্জ সদরের ডিগ্রির চর এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া স্বজনদের আহাজারি। ছবি: আসিফ মাহমুদ অভি সকালে সদরের ডিক্রির চর এলাকায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা লঞ্চের ধাক্কা খেয়ে ডুবে গেলে পাঁচজন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) এবং মুন্সীগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আব্দুল কাদির এবং সেলিম মিয়া। তবে সেলিমের ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় আহতদের নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।