Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: মেয়েদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রথম কম্পিউটার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট টুইঙ্কেল’ দল। এ দলে আছেন সাদিয়া তাসনিম, নিশাত তাসনিম আহমেদ ও নাফিসা নওশিন। শীর্ষস্থান অর্জন করার পর সাদিয়া তাসনিম প্রথম আলোকে বললেন, ‘জাতীয় পর্যায়ে এটিই আমাদের প্রথম সাফল্য। আমাদের স্বপ্ন দেশের সেরা প্রোগ্রামার হওয়া।’ কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫ উপলক্ষে গতকাল শনিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট (এনজিপিসি)’ নামের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৬৩টি দল এতে অংশ নেয়। প্রতি দলে তিনজন করে কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি জ্ঞাননির্ভর হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যে দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তথ্যপ্রযুক্তিতে তাঁদের অংশগ্রহণ না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআইইউর উপাচার্য ইউসুফ এম ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহসভাপতি লাফিফা জামান ও সাধারণ সম্পাদক মুনির হাসান।

চ্যাম্পিয়ন দলটি প্রতিযোগিতায় পাঁচটি প্রোগ্রামিং সমস্যার মধ্যে চারটি সমাধান করে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট স্পার্কলেস দল (জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া আক্তার ও মিফতাহুল জান্নাত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ টিম-১’ (সাবরিনা জামান, ফারিহা মুমতাহিন ও মালিহা তাশফিয়া)। বিশেষ পুরস্কার দেওয়া হয় নেত্রকোনার ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলের ‘নাইট ফল’ দলকে। এই দলের সদস্য খোন্দকার জেবা রেজওয়ানা, নাফিজা ইসলাম ও ইপশিতা জাহান পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এনজিপিসির সবচেয়ে কম বয়সী এই তিন প্রতিযোগী একটি সমস্যার সমাধান করেছিল।

এনজিপিসির আয়োজক বিডিওএসএন, সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।