খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে চমকে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন গুয়াংজো এভারগ্রান্দের কোচ ল্ইুস ফেলিপে স্কলারি।
জাপানে প্রতিযোগিতার এবারের আসরে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে চীনের এভারগ্রান্দে।
ওসাকার নাগাই স্টেডিয়ামে রোববার গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫তম মিনিটে মেক্সিকোর স্ট্রাইকার পেরাল্তার গোলে পিছিয়ে পড়ে এভারগ্রান্দে। তবে ৮০তম মিনিটে চীনের উইঙ্গার ঝেং লংয়ের গোলে সমতায় ফেরে ক্লাবটি। আর যোগ করা সময়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনিয়োর গোলে জয় নিশ্চিত হয় স্কলারির দলের।
আগামী বৃহস্পতিবার ইউরোপের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে এভারগ্রান্দে। রোববারের ম্যাচে পিছিয়ে পড়েও শিষ্যদের দারুণভাবে ঘুরে দাঁড়ানো স্কলারিকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
“ক্লাব আমেরিকা চমৎকার ইতিহাস সমৃদ্ধ বড় এক দল। কিন্তু আমরা পাল্টা লড়াই করেছি এবং জিতেছি। বার্সেলোনার বিপক্ষে পরের ম্যাচেও আমাদের বড় স্বপ্ন দেখা উচিত। জয় অসম্ভব নয়।”
২০০৯ ও ২০১১ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা বার্সেলোনার সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো না কাটলেও ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপার লড়াইয়ে ফেভারিট তারাই। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ স্কলারি আত্মবিশ্বাসী ঘোষণা অনুযায়ী তার দল খেলতে পারলে দেখা যাবে দারুণ একটি সেমি-ফাইনাল।