Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: স্টেট ব্যংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

গত সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের এক বিবৃতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।

আসমা খালিদের বিষয়ে জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান বলেন, “তার ভিসা ছিল না। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিধান নেই।”

এ কারণে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি জানিয়ে মাহবুবুর বলেন, “তিনি যে বিমানে করে বাংলাদেশে এসেছিলেন সেই বিমান কর্তৃপক্ষের কাছেই আমরা তাকে বুঝিয়ে দিয়েছি।”

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কর্মকর্তা জানান, পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দরেই ছিলেন।

এরপর বেলা দেড়টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসমা দেশে ফিরে যান বলে ওই এপিবিএন কর্মকর্তা জানান।

কাতার এয়ারলাইন্স বা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

(বিস্তারিত আসছে)