খোলা বাজার২৪, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: সারাদেশের দুস্থ ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল প্রদান করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ শীতার্তদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে। এ উপলক্ষে সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা তুলে দেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এসময় পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মঞ্জুরুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূবালী ব্যাংক লিমিটেড সামাজিক কর্মকান্ডের প্রতি পূর্ণমাত্রায় দায়বদ্ধ। এই দায়বদ্ধতা সমাজের বৃহত্তর স্বার্থে নিবেদিত। পূবালী ব্যাংক লিমিটেড অতীতেও দেশের যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ এর সদস্য হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড এ অনুদান দেয়।