‘খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: ‘কালো যদি মন্দ বলিস, কেশ পাকিলে কেন কাঁদিস’-তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের একথাটি আমাদের নাড়া দিয়ে যায়। কিংবা ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ সাহিত্যের পাতায় এগুলো শোভা পেলেও বাস্তবতা বলে ভিন্ন কথা। গায়ের রং কালো হওয়ার কারণে ভারতের ব্যাঙ্গালুরে স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হলেন সানা ইয়াসমিন (ছদ্মনাম) নামের ২৬ বছরের এক যুবতী।
মঙ্গলবার তিনি পুলিশের কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন গায়ের রং কালো হবার কারণে তার স্বামী তাকে ই-মেইলে তালাক পাঠিয়েছে। সে অভিযোগ করে তিন দিন আগে স্বামীর কাছ থেকে আসার সময় তাকে বলে এসেছিলেন ডিসেম্বরের পাঁচ তারিখে তিনি সন্তান-সম্ভবা হন। এরপরই তাকে তালাকের নোটিশ পাঠানো হয়।
সানা ইয়াসমিন নৈদাবাসেদ ফার্মা ফার্ম এর সহকারী গবেষক হিসেবে কর্মরত আছেন। তার স্বামী (৩৫) একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
সানা জানান, বিয়ের প্রথম দিন থেকে কালো বলে সে আমাকে অবহেলা করত। বিভিন্ন অনুষ্ঠানে মৌখিকভাবে হেয় করা ছাড়াও সে আমার গায়েও হাত তোলে, সে চেয়েছিল একটি সাদা চামড়ার মেয়েকে বিয়ে করতে।
সানা বলেন, তার পরিবার বিয়ের আগে আমাকে দেখেছে, যদি তার আমার গায়ের রং নিয়ে কোনো আপত্তি থাকত তাহলে সে আমাকে বিয়ে না করলেই পারত।
তবে সানার স্বামী বলছে, সানা একটি রোগে আক্রান্ত হবার কারণে তাকে তালাক দিয়েছে। কিন্তু সানা এটা মিথ্যে বলে উড়িয়ে দেন।
মহিলা পুলিশ স্টেশন সেক্টর-৩৯ এর এসএইসও নরেন্দ্র সাইনি বলেন, সানা শনিবার আমাদের কাছে আসে। আমরা তার স্বামীকে তলব করলে সে নৈদা আসতে অস্বীকার করে। সানা বুঝতে পারছিল না সে তার স্বামীর বিরুদ্ধে কিসের অভিযোগ দাখিল করবে। পরে আমরা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য একটি নির্যাতনের মামলা দায়ের করেছি।
-সূত্র : টাইমস অব ইন্ডিয়া